সালোকসংশ্লেষ ও শ্বসন

Show Important Question


1) ফুসফুসের আবরণীর নাম কী ?
A) প্লুরা
B) পেরিকার্ডিয়াম
C) মেনিনজেস
D) পুমা

2) যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটি হল
A) কেলভিনচক্র
B) সালোকসংশ্লেষ প্রক্রিয়া
C) ক্লোরোসিন্থেসিস
D) অন্ধকার বিক্রিয়া (Dark reaction)

3) সালোকসংশ্লেষের প্রধান স্থান
A) পাতা
B) কাণ্ড
C) বৃতি
D) মেসোফিল কলা

4) সালোকসংশ্লেষে উৎপন্ন 02, গ্যাসের উৎস হল—
A) H2O
B) CO2
C) NO2
D) H2O2

5) সালেক্সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হল
A) NADP
B) সূর্যালোক
C) ADP
D) ATP

6) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয়—
A) তাপশক্তি হিসাবে
B) রাসায়নিক শক্তি হিসাবে
C) গতিশক্তি
D) আলোকশক্তি হিসাবে

7) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল—
A) PGA
B) PGAld
C) গ্লুকোজ
D) শ্বেতসার

8) আলোক দশাটি ঘটে
A) গ্রানায়
B) স্ট্রোমায়
C) থাইলাকয়েডে
D) কোয়ান্টোজোমে

9) জীবকোশে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হল
A) ADP
B) ATP
C) RuBP
D) NADP

10) সালোকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো-এনজাইমটি হল
A) ADP
B) NADP
C) RuBP
D) FAD

11) কোন্ তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় ?
A) 20°—22°C
B) 25°–37°C
C) 40°-45°C
D) 45°—50°C

12) ক্লোরোফিলকে সক্রিয় করে—
A) কোয়ান্টাম
B) ADP
C) ফোটন
D) NADP

13) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হল—
A) PGA
B) গ্লুকোজ
C) PGAld
D) প্রোটিন

14) ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল—
A) K, C, H, O, N, Mg
B) C, H, O, Mg
C) C, H, O, N, Mg
D) C, H, O, N, Fe

15) বর্ণালীর কোন্ রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি সম্ভব হয় ?
A) লাল-হলুদ
B) লাল-নীল
C) হলুদ-নীল
D) নীল-বেগুনি

16) পরিবেশে O2 ও CO2-এর ভারসাম্য বজায় থাকে—
A) সালোকসংশ্লেষ দ্বারা
B) শ্বসন দ্বারা
C) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
D) শ্বসন ও রেচন দ্বারা

17) সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে—
A) গ্লাইকোজেনরূপে
B) ফ্যাটরূপে
C) স্টার্চরূপে
D) তেলরূপে

18) কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম
A) রাইজোবিয়াম
B) রোডোস্পাইরিলাম
C) ই. কোলাই
D) কোনটি নয়

19) অ্যামিবার শ্বাস অঙ্গ কোনটি ?
A) দেহত্বক
B) ফুলকা
C) দেহতল
D) দেহগাত্র

20) সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী
A) অ্যামিবা
B) ক্রাইস্যামিবা
C) এন্টামিবা
D) ভলভক্স